মূল পাতা আন্তর্জাতিক পশ্চিম তীরের মসজিদে ইহুদিবাদী ইসরাইলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক 22 October, 2023 12:03 PM
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের চিকিৎসকরা। খবর আল জাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হামলায় মসজিদের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটছেন।
গাজ্জায় ইসরায়েল বিমান হামলা শুরু করার পর রক্ষা পাচ্ছে না মসজিদও। সর্বশেষ দুদিন আগে ইসরাইলের হামলায় ধসে পড়েছে গাজ্জার একটি ঐতিহাসিক মসজিদ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজ্জায় বিমান হামলা চালানো শুরু করে ইসরাইলি বিমান বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৫০০ জনের বেশি।